সাগর বিধৌত এলাকা হালিশহরে স্থাপিত গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে নিরলসভাবে জ্ঞান বিতরন করে আসছে ১৯৮০ সালে এলাকার কিছু বিদ্যোৎসাহী ব্যক্তি এলাকার অনগ্রস জনগৌষ্ঠীকে শিক্ষিত করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে স্থাপন করেন গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালংয়প্রতিষ্ঠা লগ্ন থেকে সাধারণ পাঠক্রমিক কার্য্ক্রমের পাশাপাশি খেলাধূলা, সাংস্কৃতিক কর্মকান্ড, স্কাউট, গার্ল গাইড ইত্যাদি সহপাঠক্রমিক কার্য্ক্রমে শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে। আমাদের রয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও সেসিপ ল্যাব। প্রায় সকল শিক্ষক ডিজিটাল কন্টেন্ট, জুম এপ্স, হোয়াট্স এপ্স-এ দক্ষতা অর্জন করে গুগল ফর্মে পরীক্ষা নিয়ে দক্ষতার স্বাক্ষর রেখে অভিন্ন সীমাবদ্ধতা স্বত্ত্বেও আমাদের নিবেদিত শিক্ষকমন্ডলী তাঁদের নিরলস শ্রমের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষর্থীরা পাবলিক পরীক্ষায় মেধাস্থানসহ ভাল ফলাফল করে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে। আমি বিদ্যালয়ের সার্বিক সাফল্য কামনা করি।